বেলারুশে যেকোনো ধরনের আঘাত হলে তা রাশিয়ার ওপর হামলার সমতুল্য বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিনস্কের ওপর হামলা হলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। খবর আল জাজিরার। তিনি বলেছেন, পোল্যান্ড বেলারুশ নিয়ে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছে। বেলারুশের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং সেই অনুযায়ী রাশিয়া পরবর্তী পদক্ষেপ নেবে।

শুক্রবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, রাশিয়ার যে সামরিক শক্তি আছে তার পুরোটা ব্যবহার করে বেলারুশকে রক্ষা করা হবে।

পুতিন বলেন, এটি সবারই জানা যে পোল্যান্ড বেলারুশের অঞ্চলও দখল করার স্বপ্ন দেখে। তবে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে রাশিয়ার প্রেসিডেন্টের এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে পোল্যান্ড। ন্যাটো সদস্যভুক্ত দেশটির কো অর্ডিনেটর অব স্পেশাল সার্ভিসের মন্ত্রী স্টানিসলো জারইয়ান রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা পিএপিকে বলেছেন, ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক শোসনবাদকে ব্যবহার করে পোল্যান্ডের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।