বিশ্ব সুন্দরী নির্বাচনের অন্যতম বড় প্রতিযোগিতা মিস ইউনিভার্সে ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে সৌদি আরব। এ বছরের আসরে ২৭ বছর বয়সী সৌদি মডেল রুমি আলকাহতানি অংশ নেবেন।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের পতাকা নিয়ে অংশগ্রহণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দিয়েছেন রুমি আলকাহতানি।

নিজের কিছু আবেদনময় ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করে ছবির সাথে তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্স ২০২৪’ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি গর্বিত। এই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবে সৌদি আরব।

রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি এর আগেও মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্টসহ অনেক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার রয়েছে ১ মিলিয়নের বেশি ফলোয়ার।

গত বছর মিস ইউনিভার্স হয়েছিলেন মিস নিকারাগুয়া শেইনিস পালাসিওস। দ্বিতীয় হন থাইল্যান্ডের আন্তোনিয়া পোরসিল্ড এবং তৃতীয় হন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন। আগামী আসরটি মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।

মূলত, প্রিন্স মহম্মদ বিন সালমানের হাত ধরেই রক্ষণশীল এই মুসলিম দেশটি থেকে সকল বাধা-বিপত্তি পেরিয়ে এমন সাহসিকতার পরিচয় দিলেন রুমি।

মডেল রুমির জন্ম রাজধানী রিয়াদে। একজন ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত তিনি। ইনস্টাগ্রামে তার রয়েছে ১০ লক্ষ ফলোয়ার।

গত বছর মিস ইউনিভার্স হয়েছিলেন মিস নিকারাগুয়া শেইনিস পালাসিওস। দ্বিতীয় হন থাইল্যান্ডের আন্তোনিয়া পোরসিল্ড এবং তৃতীয় হন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন।

আগামী আসরটি মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।