দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মোদি তার সামাজিক যোগযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে এক পোস্টে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
শেখ হাসিনার সাথে কথা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন মোদি। পোস্টে- সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। ভারত বাংলাদেশের সাথে অংশীদারত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে দুপুরে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।