সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ। ভবিষ্যতে ইংলিশ কাউন্টি লিগে খেলতে হলে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।
তবে সাকিবের জন্য এই নিয়ম শুধুই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে। আন্তর্জাতিক কিংবা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতার জন্য নয়। গত সেপ্টেম্বরে ভারত সিরিজের আগে সারের ক্লাবের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট খেলতে গিয়েছিলেন সাকিব। সে সময় অভিষেক ম্যাচেই বল হাতে নিয়েছিলেন ৯ উইকেট। এরপর সেই ম্যাচ শেষে প্রশ্নবিদ্ধ হয়েছিল সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন। এই নিয়ে ম্যাচ রেফারি রিপোর্ট দিলে পরে বিষয়টি নিয়ে তদন্ত করে কাউন্টি চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ।
যাচাই-বাছাই শেষে তারা সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যতে সাকিবকে ইংলিশ কাউন্টিতে খেলতে হলে অবশ্যই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে এবং বৈধতা পেতে হবে। ইতোমধ্যে ইংলিশ কাউন্টি ক্রিকেট থেকে সাকিবকে এই বিষয়ে নিদের্শনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিসিবি।