ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন পিএসজির তারকা ফুটবলার নেইমার। গোড়ালির ইনজুরিতে পড়ায় এ সুপারস্টারের অস্ত্রোপচার করতে হবে। কমপক্ষে ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
নেইমারকে পুরো ক্যারিয়ারজুড়েই ভুগতে হয়েছে ইনজুরিকে। ব্রাজিলিয়ান সুপারস্টারের এই দুর্বলতার সুযোগ নিয়েছে প্রতিপক্ষরা। যখনই তাকে থামাতে ব্যর্থ হয়েছে, করেছে আঘাত। নেইমারের যে প্রতিভা আর সামর্থ্য ছিল, ক্যারিয়ারে আরও অনেক অর্জন থাকতে পারত। কিন্তু একের পর এক চোট তার সঙ্গী হয়েই আছে।
সবশেষ গত ১৯শে ফেব্র“য়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন নেইমার। ওই ম্যাচে প্রতিপক্ষের এক ট্যাকেলে গোড়ালি মচকে যায় তার। ওই ম্যাচে পিএসজি ৪-৩ ব্যবধানে জিতে যায়। গোড়ালি যেভাবে উল্টে যেতে দেখা গেছে, তখনই বোঝা যাচ্ছিল নেইমারের চোট বেশ গুরুতর।
এবার ক্লাব পিএসজির পক্ষ থেকে জানানো হলো, চোটের জন্য নেইমারের অস্ত্রোপচারই করতে হবে। ফলে আগামী ৩ থেকে ৪ মাস মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড তারকা।
চিকিৎসকরা জানিয়েছে, অস্ত্রোপচার ছাড়া চোটমুক্ত হওয়া সম্ভব নয় নেইমারের জন্য। আগামী ১০ই জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। পিএসজি ফাইনালে উঠলেও তাকে পাওয়া অনিশ্চিত বলে আশঙ্কা করা হচ্ছে।
নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তারকা এই ফুটবলারকে কমপক্ষে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে।
তবে এমন খবরেও নিজের মনোবল হারাননি নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলার নিজের দৃঢ়তার জানান দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নেইমার লিখেন, আরও শক্তিশালী হয়ে ফিরব।
এদিকে, এরই মধ্যে ব্রাজিল জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ রেমন মেনেজেস ২৫শে মার্চ মরক্কোর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য নেইমারকে বাদ দিয়ে দল ঘোষণা করেছেন।