ফিলিপাইনে তান্ডব চালানোর পর দক্ষিণ তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন  ডোকসুরি। ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে নিহত হয়েছে ছয়জন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তাইওয়ানে আঘাত হানে এই টাইফুন। এসময় প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ১৯১ কিলোমিটার (১১৮ মাইল)। এর আগে এই টাইফুনের ফলে প্রবল সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে অন্তত ছয়জন নিহত হয়েছে।

তাইওয়ানে ঝড়ের আঘাতে কোনো মৃত্যুর খবর পাওযা যায়নি। তবে ঝড়ে ভেঙে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলের বহু ঘরবাড়ি ও গাছপালা। ডোকসুরি আঘাত হানার পর প্রবল বর্ষণ হচ্ছে তাইওয়ানজুড়ে।

বৃহস্পতিবার তাইওয়ানের আবহাওয়া অফিস দ্বীপের দক্ষিণ অংশের জন্য বাতাস এবং বৃষ্টির সতর্কতা জারি করেছে। প্রধান বন্দর শহর কাওশিউং এর ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল বন্ধ ছিল। ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি এলাকায়।

এর আগে বুধবার উত্তর ফিলিপাইনের উপকূলরেখায় আঘাত হানে ডোকসুরি। ঝড়ের প্রচণ্ড বাতাসে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। প্রবল বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছে দেশটিতে। এখনো দেশটির বহু এলাকার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। অনেক জায়গায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

ফিলিপাইন ও তাইওয়ানে আঘাত হানার পর শক্তি হারিয়েছে ঝড়টি। বর্তমানে এটি চীনের দিকে অগ্রসর হচ্ছে।