যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন স্মরণে ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়েছে। ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের উদ্যেগে ফ্লেভার অফ ইন্ডিয়া চত্বরে এই প্রতিপাদ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ আলির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঈম খান দাদন। আলোচনায় অংশ নেন সিনিয়র সহ সভাপতি ইমন করিম, সহ সভাপতি আব্দুল কাদের, সহ সভাপতি সানি স্বপন, সহ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সাংগাঠনিক সম্পাদক লিটন মজুমদার, সহ সাধারন সম্পাদক সাইফুল সরকার, প্রচার সম্পাদক মিল্টন মজুমদার, কার্যকরী সদস্য মুকুল চৌধুরী, সহ সভাপতি মোঃ মোর্শেদ, সহ সভাপতি এম কে আলম, সহ সভাপতি সালাম চাকলাদার, সহ সভাপতি সাঈদ মাহবুব, সহ সভাপতি টিটন মালিক, সহ সভাপতি সজিব চৌধুরী শামীম এবং কার্যকরী সদস্য ওয়াহিদুর রশিদ রাজিব।

 

এরপর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ সব শহিদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির জন্য শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।