বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈশাখী অনুষ্ঠান ও রবীন্দ্র জন্মজয়ন্তী উৎযাপন করা হয়েছে। রোববার (৮ই মে) বাংলাদেশ কনস্যুলেট অফ মায়ামী এর আয়োজনে তাদের কর্যারয়ে অনুষ্ঠিত হয় এর আয়োজন।

বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে, প্রতি বছর বৈশাখ মাসের ২৫ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়। করোনার কারণে গত দুই বছর সেভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করা যায়নি। এখন করোনা নিয়ন্ত্রণে। তাই রবীন্দ্রজন্মদিবস পালনে ফ্লোরিডায় দেখা গেল সেই চেনা ছবি, সেই আগের উদ্দীপনা। এ বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাসহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশে ও বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিপুল উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হয়।

বাংলাদেশ কনস্যুলেট অফ মায়ামী এর আয়োজনে ফ্লোরিডায় বৈশাখী অনুষ্ঠান ও রবীন্দ্রজয়নন্ত উৎযাপনে রবীন্দ্রসংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, রবীন্দ্রনাট্যাভিনয়, রবীন্দ্ররচনাপাঠ, আলোচনা সভা ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত থেকে উপভোগ করেন স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা।

 

বাংলাদেশ কনস্যুলেট অফ মায়ামী এর কনসোল জেনারেল ইকবাল আহমেদ আহমেতি এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব এ বি এম মোস্তফা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর স্টেট আওয়ামীলীগ এর সভাপতি জনাব নাইম খান দাদন, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আরশাদ আলী , ফ্লোরিডা স্টেট যুব লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ, এবিপেক এর সভাপতি আব্দুল কাদের ও সিইও ইমন করিম, হিন্দু সোসাইটি এর সভাপতি লিটন মজুমদার, বাংলাদেশ আমেরিকান মাল্টি কালচার অর্গানাইজেশন এর সভাপতি সরকার হারুন, সাধারণ সম্পাদক লায়লা হারুন, বঙ্গবন্ধু বাংলাদেশ এর সভাপতি জামাল আহমেদ, ও সাধারণ সম্পাদক মিল্টন মজুমদার, নারী ফ্লোরিডার সভাপতি সোনিয়া মান্নান।

এছাড়া বিশিষ্ট ব্যক্তি হিসেবে ড. সালাউদ্দিন আহমেদ, ইঞ্জি. মাহফুজ ভুঁইয়া, সাইফুল ইসলাম, এফবি টিভির সিইও টিটন মালিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ভাইস কনস্যুলেট সামাউল খালিদ।