যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে তিনজন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। এরপর বন্দুকধারী ওই ব্যক্তি নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করে। স্থানীয় সময় শনিবার ফ্লোরিডার জ্যাকসনভিলের ডলার জেনারেল নামের একটি দোকানে এ হামলার ঘটনা ঘটে। এ হামলাকে বর্ণবাদী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
জ্যাকসনভিলের শেরিফের অফিস সূত্র জানায়, হামলাকারীর বয়স ২০-এর কোঠায়। তার নাম প্রকাশ করা হয়নি। তিনি একটি অ্যাসাল্ট-স্টাইল রাইফেল ও একটি হ্যান্ডগান নিয়ে ডলার জেনারেল আউটলেটে প্রবেশ করে গুলিবর্ষণ করেন। এতে ক্রেতা হিসেবে দোকানে অবস্থানরত দুই পুরুষ ও এক নারী নিহত হয়।
পুলিশ ঘটনাস্থলে এলে তিনি আত্মহত্যা করেন।
জ্যাকসনভিল শেরিফ টি কে ওয়াটার্স শনিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি বর্ণবাদী গুলির ঘটনা। তিনি কৃষ্ণাঙ্গ লোকদের ঘৃণা করতেন।’
ওয়াটার্স বলেন, ধারণা করা হচ্ছে, হামলাকারী একজনই ছিল। হামলার আগে তিনি মিডিয়ার জন্য ‘কয়েকটি ইস্তেহার’ রেখে গেছেন।
তিনি বলেন, হামলাকারী স্থানীয়ভাবে ঐতিহাসিক ব্ল্যাক কলেজ, অ্যাডওয়ার্ড ওয়াটার্স ইউনিভার্সিটিতেও গিয়েছিলেন। সেখানে তিনি বিশেষ পোশাক ও মাস্ক পরেন। তারপর ওই দোকানে যান।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে গোলাগুলি বেশ বেড়ে গেছে। দেশটির বেশির ভাগ রাজ্যে আগ্নেয়াস্ত্র সহজলভ্য। দেশটিতে নাগরিকের চেয়ে বেশি আছে বন্দুক।
এদিকে শনিবার সকালে বোস্টনে একটি ক্যারিবিয়ান উৎসবে নির্বিচারে গুলিবর্ষণে অন্তত সাতজন আহত হয়েছে।