অর্থের বিনিময়ে মুক্তিযুদ্ধের চেতনার দল বাংলাদেশ আওয়ামী লীগের পদ বিক্রি এবং বিলুপ্ত কমিটির চিহিৃত কিছু নেতার স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে পদত্যাগ করেছেন ত্যাগী নেতা টিটন মালিক। ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির দু একজন নেতার কর্মকান্ডে চরম হতাশা প্রকাশ করে তিনি দলের স্টেট শাখার বিলুপ্ত কমিটির নির্বাহী কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দেন।
আগের দিন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাঈম খান দাদনের পর টিটন মালিকের এই পদত্যাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী নেতা কর্মীরা বিলুপ্ত কমিটির স্বেচ্ছাচারী ও অসাধু নেতাদের প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছেন।
বিলুপ্ত কমিটির পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে টিটন মালিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তা পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো-
‘‘আমি টিটন মালিক , ছাত্রজীবন থেকে আজ অব্দি স্বাধীনতার পক্ষ বলে যে সংগঠন ঠিক সেটার সাথেই ছিলাম ও থাকব । বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ৯০ গন অভ্যুথান এও ছিলাম রাজপথের যোদ্ধা , এদেশে আছি ২৭ বছরের মধ্যে একই আদর্শে সম্প্রতি রেখে চলেছি।
গত কাল সাত বছরযাবৎ বিলপ্ত কমিটি ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগ সম্পাদক মন্ডলির সদস্য নাঈম খান দাদনের পদত্যাগের মধ্য দিয়ে পরিস্কার হয়ে যায় সবার কাছে আসলে কি পরিমান বানিজ্য চালায় জনাব ফজলুর রহমান ( রাজাকারকে ডলারের বিনিময়ে দ্বিতীয় পদে বসায় )।
এ ধরনের বানিজ্যক ভিত্তিক নেতাদের রশানলে না পড়ে নিজের সম্মান রক্ষার্থে নিজেকে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের কার্যকরী পরিষদের পদ থেক অব্যহতি নিচ্ছি , সেই সকল নেতাকর্মীদের প্রতি আকুল অনুরোধ — এই বিদেশ বিভুয়ে কস্টার্জিত আয়ের অর্থ কাউকে আত্ব্যসাৎ করতে দিবেন না , আর আমি একজন মিডিয়া কর্মী হিসাবে এখানে কাজ করে যাচ্ছি এফবিটিভি ও এফবিনিঊজ ২৪৭ প্লাটফর্মের অধীনে ।
শুরু থেকে আজ পর্যন্ত নতুন সংস্করনের সময় গনপ্রজাতন্ত্য বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বানী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানীত সাধারন সম্পাদক জনাব ওবায়দুল কাদেরও বানী দিয়েছিলেন। সম্মানিত এই মহামান্য রাষ্ট্রপকি এবং সাধারন সম্পাদককে ফ্লোরিডাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দল ছাড়ার কারনে হয়ত ভবিষ্যতে শুনবেন টিটন মালিক দেশ বিরোধী ছিলেন .. হাহাহাহাহহা
সবাইকে ধন্যবাদ
সংগেই থাকবেন,
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু
টিটন মালিক
সিইও
এফবিটিভি (ফ্লোরিডা বাংলা টেলিভিশন)’’