পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ই মে) নৈসর্গিক এই শহরের ডিয়ার ফিল্ডের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম কোয়াইট ওয়াটার পার্কের বল্ড ঈগল প্যাভিলিয়নে অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা’।
ফ্লোরিডার বিভিন্ন শহর ও অঞ্চল থেকে হাজারো প্রবাসী বাংলাদেশির সমাগম ঘটে এখানে। দুই হাজারেরও বেশি লোক সমাগমে এই ঈদ পুনর্মিলন হয়ে উঠে এক মহা মিলন মেলায়। দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭টা অবধি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানসহ পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় স্থানীয় শিল্পীদের গানে ও নাচে মুখরিত হয়ে উঠে চার পাশের পরিবেশ।
সংগীতশিল্পী ব্লেইজ রোজারিও, মুনমুন সানী, পিয়ালী শুক্লা, শর্মিলা ভট্টাচার্য্য, বাবু ও প্রদীপ কুমার ভট্টাচার্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। এসময় চমৎকার একটি নৃত্য পরিবেশন করেন দেবজানি। এছাড়া অনুষ্ঠানে শিশু শিল্পীদের গান ও নৃত্য ছিল উপভোগ্য। ফ্লোরিডার এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একতারা। একতারার শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানকে আরো মুগ্ধ করে তুলে। ফ্লোরিডার এই আয়োজনে বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলে। মহা এই আয়োজন প্রাণভরে উপভোগ করেন আগতরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মায়ামি’র কনস্যুলেট জেনারেল ইকবাল আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্লোরিডা কমিশনার অফ এগ্রিকালচার অ্যান্ড গবারনেটোরিয়ালের প্রার্থী নিকি ফ্রাইড, ব্রোওয়ার্ড কাউন্টির প্রাক্তন মেয়র এবং মার্কিন কংগ্রেস ডিস্ট্রিক্ট ২০ এর প্রার্থী ডেল হোলনেস, জেলা ৯২ নং ফ্ল্যাটের প্রার্থী মো.হাসান জাহাঙ্গীর, বয়ন্টন বিচের মেয়র স্টিভেন বি গ্রান্ট, বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ড. রশিদ আহমদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো.মঞ্জুর শাহীন, ম্যাক পেপার ও বোর্ডমিলসের পরিচালক মো. শিরাজুল ইসলাম। এছাড়া ফ্লোরিডার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রা সুলতানা, মো. সিরাজুল ইসলাম, ডাঃ রোকসানা এ্যানি, ইমতিয়াজ আহমেদ ও ডাঃ সালাউদ্দিনসহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মঞ্চে ডেকে সম্মাননা দেয়া হয় ফ্লোরিডার খ্যাতনামা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একতারা ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব ফ্লোরিডা, এফবিটিভি, বিটিভি, নারী ফ্লোরিডা, এবি পেক, বৈশাখী মেলা, হিন্দু অ্যাসোসিয়েশন, বিডি সকার ক্লাব, পাম বীচ টাইগার ক্লাব , পাম্প বীচ ঈগল ক্লাব, ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগ, ফ্লোরিডায় স্টেট যুবলীগ, ফ্লোরিডা স্টেট স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, ফ্লোরীডা আটলান্টিক ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ফ্লোরীডা ইন্টার্নেশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার সভাপতি এবিএম গোলাম মোস্তফা অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের স্বাগত জানিয়ে বক্তব্য পেশ করেন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথিদের পরিচয়পর্ব পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আওয়াল দয়ান। সংস্কৃতি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনি। তাকে সহযোগিতা করেন নতুন প্রজন্মের ঘোষিকা শাহৃণ ইসলাম বৃষ্টি। চোখ ঝলসানো চমৎকার মঞ্চ সজ্জায় ছিলেন অ্যাসোসিয়েশনের বিশিষ্ট কর্মকর্তা তানভীর। তাকে সহযোগিতা করেন ফায়সাল এবং টিটু। অনুষ্ঠানে উপচে পড়া প্রবাসী বাংলাদেশীদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়। এই গুরু দায়িত্বের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ, সহযোগিতায় ছিলেন সিনিয়র ডাইরেক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছোট ছেলে মেয়েদের মাঝে খেলনা বিতরণ করা হয়। এই কাজে দায়িত্বে ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রাফেল ড্র। এতে তিনটি আকর্ষণীয় পুরস্কার ছিল বড় কালার টেলিভিশন, ট্যাবলেট এবং কফি মেশিন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মূলসারী খানম।
যাদের অক্লান্ত পরিশ্রমে এ মহা আয়োজনের সফল হয় তারা হচ্ছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, মোহাম্মদ শাহেদ, মোঃ রফিকুল ইসলাম, আওয়াল দয়ান, রেজা ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ,মোঃ খোরশেদ, ইমরান জনি, কুতুবউদ্দিন মোহাম্মদ ভুট্টু, আনোয়ারুল করিম শাহীন, আবু টি খান, রশিদ চৌধুরী টিটু, অসীম রয়, তানভির আহমেদ, মোহাম্মদ হারুন চৌধুরী, তৌহিদুল আলম টিটু, মুলসারি খানম, শামসুন্নাহার, উত্তম কুমার দে ও ফয়সাল আহমেদ।
উল্লেখযোগ্য বৈরি আবহাওয়ার কারণে অনেক প্রবাসী বাংলাদেশী এ অনুষ্ঠানে আসা থেকে বিরত ছিল। এরপরও ঈদ পুনর্মিলনীতে এত বড় সমাবেশ কখনো হয়নি।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন এফবি টিভি।