ঘুষ বাণিজ্য এবং একনায়কতন্ত্রের অভিযোগ এনে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ (বিলুপ্ত) কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ত্যাগী ও সফল নেতা নাঈম খান দাদন। ওই কমিটির কিছু নেতার স্বেচ্ছাচারিতা ও অনিয়মে এবং আদর্শবিচ্যুত কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগ সংক্রান্ত নাঈম খান দাদনের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু উল্লেখ করা হলো-
‘‘প্রিয় ফ্লোরিডা বাসী,আমি নাঈম খান দাদন ,ছাত্রজীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগে তারপর যুবলীগ এর পতাকা তলে জাতিরজনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করে এসেছি ঢাকা কাফরুল থানা,তারপর বিদেশে এসে ফ্লোরিডা
স্টেট আওয়ামীলীগ এর মাধ্যমে নিজেকে আবারও নিয়জিত করি ,বর্তমানে কোষাধক্ষ্য হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি , ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগ গত ৭/৮ বছর যাবৎএই পদ এ গুরুত্ব ও দ্বায়িত্বের সাথে পালন করে আসছি ,স্যাটেলাইট উম্মোচন এর সময়েও তার থেকে বিরত ছিলাম না ।
কিন্তু বেশ কয়েক বছর যাবৎ নতুন কমিটির নামে বানিজ্যিক ভাবে ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত একজন ,তিনি সব সময়ই এমন কর্মে লিপ্ত এবং এহেন হীন অসাংগাঠনিক কার্যকলাপের কারনে দল থেকে সম্পুর্ণ বিমুখ এবং তিনি অর্থের বিনিময়ে স্বাধীনতা বিরুদ্ধী চক্রের হাতে স্টেট আওয়ামীলীগ এর গুরুত্বপূর্ণ পদ অর্থের বিনিময় করে বড় বড় পদবী বানিজ্যসহ অনেক গুরুত্বপুর্ন পদেও বানিজ্যিক কার্যক্রম চালিয়ে আসছে ।
প্রিয় ফ্লোরিডাবাসী ,
ফ্লোরিডা প্রবাসী বাজ্ঞালীদের প্রানের দাবী একটি দূতাবাস বা পাসপোর্ট অফিস স্হাপন , জননেএী মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত উদ্যেগে দুতাবাস বা পাসপোর্ট অফিস ফ্লোরিডা মায়ামীতে হতে যাচ্ছে কিন্তু আবারও এই সেই কুলাংগার বানিজ্য করার চেষ্টায় লিপ্ত , মায়ামীতে দূতাবাস এর অফিস আটলান্টা জর্জিয়ার অর্থ বানিজ্যের মাধ্যমে হস্তান্তর এর চেষ্টা এরই মধ্যে বিভিন্ন পএিকার মাধ্যমে তারা দুতাবাস প্রধানের অপসারনের দাবী তোলে. যাহা এতদ অন্চলের বাজ্ঞালীদের বিরুদ্ধে অপচেষ্টা চালিয়েছেন ।
বিভিন্ন ভাবে প্রভাব কাটিয়ে এক যুগেরও বেশী সময় ধরে ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগে অপকর্ম করে পকেট কমিটি বানিয়ে কুক্ষিগত করার কারনে এবং দলের ধারকবাহক সেজে ক্যাটারিং ব্যাক্তি হইতে ব্যাংক / স্যাটেলাইট এর অংশিদার / ফ্লোরিডা ১০ টি বাড়ীর মালিক / ঢাকায় নয় তলা ভবন এর মালিক বনেছেন।
গত নভেম্বর এ কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানটি ছিল স্বাধীনতার ৫০ বছর পুর্তী অনুষ্ঠানেরই অংশ বিশেষ ,যেখানে উপস্থিত ছিলেন ফ্লোরিডার মায়ামী তে নবনিযুক্ত বাংলাদেশ দুতাবাস এর প্রধান জনাব ইকবাল আহমেদ ,এই অনু্ষ্ঠানটি ছিল গত ৪০ বছরের ইতিহাস খ্যাত। কারন নতুন প্রজন্মের ৩০ টি সন্তান (১০-১৮ বছরের ) অংশ গ্রহন করে সম্পুর্ণ প্রামান্য অনুষ্ঠান কে দেখে, বুঝে এবং প্রশ্ন পর্বে অংশ নিয়ে সকল পিতা মাতাকে তাক লাগিয়ে দেয় ,এখন আপনি যদি ৩০ জন কিশোর কে জিজ্ঞাসা করেন তারা ঠিকই বলতে পারবে স্বাধীনতার সময় কি হয়েছিল ,সেই অনুষ্ঠানকেই তিনি বিএনপি-জামাত বলে অপপ্রচার চালালে আমি এর তীব্র প্রতিবাদ করাতে তিনি আমার উপর নাকোচ হন . আমি বারংবার বোঝাবার চেস্টা করেও ব্যর্থ
হয় ।
এসকল ঘুষ বানিজ্য থেকে এবং একনায়কত্ব থেকে নিজেকে গুটায়ে নিতেই আমার আজকের সিদ্ধান্ত আমি নিজে খেকে স্বইচ্ছায় সংগঠন থেকে পদত্যাগ করছি এই বিলুপ্ত( মেয়াদ উত্তীর্ন) স্টেট আওয়ামীলীগ এর পদ থেকে . আবার দেখা হবে বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাস রেখেই নতুন আংগিকে ঠিক এই সাউথ ফ্লোরিডাতে আমি ধারাবাহিক ভাবে আপনাদেরকে এবং বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী বরাবরে প্রমান সহ লিখে যাব ।
সঙ্গেই থাকুন। দোয়া করবেন ,
বিনীত
নাঈম খান দাদন
কোষাধক্ষ
স্টেট আওয়ামীলীগ , ফ্লোরিডা
জয়বাংলা ,জয় বঙ্গবন্ধু’’