ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম কে আলম। ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মীর উপস্থিতে এবং সম্মতিক্রমে সাবেক সাধারণ সম্পাদক আরশাদ আলী কে বহিষ্কার করে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এম কে আলম কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাবেক সাধারণ সম্পাদক আরশাদ আলী কে শোকজ করা হলে সে কোন উত্তর দিতে পারে নাই এবং সভাপতি ও অন্য নেতাদের না জানিয়ে ৪/৫ জনকে নিয়ে মিটিং করায় সংগঠন মান ক্ষুণ্ন হয়। এছাড়াও দলের মধ্যে বিভিন্ন অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের কারণে গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

এসময় বক্তারা স্বাধীনতার অপশক্তিদের উদ্দেশ্যে বলেন, আগস্ট মাস জাতির শোকের মাস, আওয়ামিলীগ নিয়ে অনেক ষড়যন্ত্র করেছেন অপশক্তিরা, রাজাকারদের সাথে হাতমিলিয়ে বাস পুড়িয়েছেন, সাধারণ মানুষকে হত্যা করাছেন এবার থামুন। আর এই সব করতে দেওয়া হবে না বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ।

ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নাঈম খান দাদন এর সভাপতিত্বে উক্ত জরুরী সভায় সঞ্চলনা করেন ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোর্শেদ। এসময় ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।