বাংলাদেশের কনস্যুলেট জেনারেল মায়ামীতে আগামীকাল থেকে দ্বৈত নাগরিকত্বের (ডিএনসি) জন্য আবেদন গ্রহণ করছে। এটি বাংলাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠনো হয়।
দ্বৈত নাগরিকত্বের ((DNC)) জন্য আবেদনের নিম্নলিখিত নথি জমা দিতে হবে:
১. নিম্নলিখিত ওয়েবসাইট থেকে দ্বৈত নাগরিকত্বের (DNC) আবেদন ফর্মের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
https://florida.mofa.gov.bd/en/site/files/DNC-Form-Editable;
২. আবেদনকারীর বৈধ/ মেয়াদোত্তীর্ণ বাংলাদেশ পাসপোর্টের অনুলিপি (এমআরপি-এর পৃষ্ঠা ১-২ এবং/অথবা পৃষ্ঠা ১-৫ হাতে লেখা পাসপোর্ট);
৩.আবেদনকারীর বৈধ US পাসপোর্টের অনুলিপি (বায়ো-পৃষ্ঠা);
৪. আবেদনকারীর গত ৬ (ছয়) মাসের মধ্যে তোলা সাদা ব্যাকগ্রাউন্ডসহ পাসপোর্ট সাইজের রঙিন ৪ কপি ছবির পেছনে নাম উভল্লখ করতে হবে। ফর্মের প্রথম পৃষ্ঠার ডানদিকের বাক্সে প্রথম সেটের সাথে দুটি কপি এবং দ্বিতীয় এবং তৃতীয় সেটের সাথে একটি করে ছবি স্ট্যাপল করতে হবে। আঠা ব্যবহার করা যাবে না
৫. বৈধ নাগরিকত্ব প্রশংসাপত্রের অনুলিপি (আবেদনকারী মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি) থাকতে হবে।
৬. আবেদনকারী মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে, তার জন্ম সনদের ফটোকপির পাশাপাশি পিতা/মাতার বিদ্যমান/ মেয়াদোত্তীর্ণ বাংলাদেশ পাসপোর্ট (এমআরপির পৃষ্ঠা ১-২ এবং/অথবা হাতে লেখা পাসপোর্টের ১-৫ পৃষ্ঠা) বা দ্বৈত নাগরিকত্বের প্রশংসাপত্র সংযুক্ত করবেন।
৭. আবেদনকারী যদি বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ব্যক্তির বিদেশি পত্নী হন, তাহলে বিবাহের বর্তমান অবস্থার নোটারাইজড হলফনামা/ঘোষণার সাথে বিবাহের প্রশংসাপত্রের ফটোকপি এবং তার/তার স্বামী/স্ত্রীর বিদ্যমান/ মেয়াদোত্তীর্ণ বাংলাদেশ পাসপোর্টের ফটোকপি (পৃষ্ঠা ১-২ এমআরপি এবং/অথবা পৃষ্ঠা হাতে লেখা পাসপোর্টের ১-৫) বা দ্বৈত নাগরিকত্বের প্রশংসাপত্র সংযুক্ত করতে হবে।
৮. গত তিন বছরে বাংলাদেশে প্রেরিত রেমিট্যান্স সংক্রান্ত দলিল প্রমাণ, যদি থাকে; সংযুক্ত করবেন।
৯. আবেদনকারি নিজ ও পিতামাতার বাংলাদেশে সম্পদের বিবরণী দিতে হবে
আবেদনকারীর নিজের নামে কোনো সম্পদ না থাকে। প্রয়োজন হলে, অতিরিক্ত শীট ব্যবহার করুন ;
১০. আবেদনকারী আবেদনের সমর্থনে অন্য কোনো তথ্য/মন্তব্য/নথিপত্র যোগ করতে পারেন অতিরিক্ত শীট ব্যবহার করে;
১১. আবেদনে প্রদত্ত বিবৃতির সত্যতা নিশ্চিত করে এবং বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের নোটারি পাবলিক বা কনস্যুলার অফিসারের সামনে স্বাক্ষরিত হলফনামা সত্যতা নিশ্চিত করতে হবে।
১২. অনুগ্রহ করে আপনার আবেদনে তারিখ দিন বাংলাদেশ ফরম্যাটে dd/mm/yyyy; পূরণ করুন।
১৩. ক্রেডিট কার্ডের মাধ্যমে (প্রযোজ্য মার্চেন্ট ফি @3.5%) অথবা মানি অর্ডার/পোস্টাল অর্ডার/ব্যাঙ্ক সার্টিফাইড চেকের মাধ্যমে $77.00 (সাতাত্তর) ডলার “বাংলাদেশের কনস্যুলেট জেনারেল মিয়ামি”-এর পক্ষে জমা দিতে হবে। ডেবিট কার্ড/নগদ মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হবে না.
দ্বৈত জাতীয়তা নাগরিকত্বের জন্য আবেদনরে প্রম পূরণের জন্য একানে ক্লিক করুন:
https://florida.mofa.gov.bd/…/Application-for-Dual-National…9+
আবেদনকারীদের প্রথমে আবেদনের ক্ষেত্রে নিয়ম মেনে চলার জন্য অনুরোখ করা হচ্ছে। আবেদনকারীররা স্বশরীরে উপস্থিত থেকে কনস্যুলেটে কনস্যুলার অফিসারের সামনে আবেদনপত্র জমা দিবেন।