বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত‍্যচার ও সেখানে বসবাসরত হিন্দু তথা ইসকন এর উপর নির্যাতন এর প্রতিবাদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্লোরিডা হিন্দু বেঙ্গলী সোসাইটির উদ্যেগে শুক্রবার (২৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের বাড়ির সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সংখ্যালঘুদের উপর হামলার ন্যায় বিচার দাবি করা হয় এবং স্বারক লিপি প্রদান করা হয়।

সমাবেশে বাংলাদেশি হিন্দু, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠনগুলো যেমন, ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, স্টপ হিন্দু জেনোসাইড, হিন্দু প্যাক্ট, হিন্দু সোসাইটি অফ ফ্লোরিডা এবং সাউথ এশিয়ান মাইনোরিটি কালেকটিভ সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে এসে তারা প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বাংলাদেশের চলমান নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন, যা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ঘটছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফ্লোরিডা হিন্দু বেঙ্গলী সোসাইটির উপদেষ্টা সাধণ সরকার , উপদেষ্টা রতন মজুমদার, নিউইর্য়ক থেকে দিলিপ বাবু, সংগঠনের সভাপতি সন্জয় কুমার সাহা, সাধারণ সম্পাদক লিটন মজুমদার, ডাইরেক্টর উত্তম দেসহ অনেকে।