যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামী বাংলাদেশ কনস্যুলেট এ ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

স্থানীয় সময় ২৫ মার্চ দিবসটি উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনসাল জেনারেল ইকবাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় ফ্লোরিডা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর নেতা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল ইকবাল আহমেদ সংবিধানে উল্লেখিত ২৫ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা পাঠ করেন। এর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন সহকারী কনসাল জেনারেল সামাউন খালিদ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল ইকবাল আহমেদ মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে শক্তিশালী অর্থনীতির একটি দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি বলেন, বাংলাদেশে ২৫শে মার্চ থেকে পরবর্তী ৯ মাস যে ধরনের গণহত্যা চালিয়েছে পাক হানাদার বাহিনী তার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকার কাজ করছে।

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক পরাশাক্তি মুক্তিকামী বাঙালীর পাশে না থাকলেও বঙ্গবন্ধু তার যোগ্য নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন দেশ ও পতাকা জাতিকে উপহার দিয়েছেন।

পরবর্তীকালে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের স্বীকৃতি আদায় শুধু নয়, বীরের জাতি বাঙালির সাহসিকতা ও যোগ্যতাও তুলে ধরেছেন।