চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন বারাদি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানাধীন বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় গুলির ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাংলাদেশিরা হলেন— মো. হায়দার আলীর ছেলে মো. সাজেদুর রহমান (২৭) ও মো. শরীয়তউল্লাহর ছেলে মো. খাজা মইনুদ্দীন (৩০)। নিহতদের বাড়ি দর্শনা থানার ছয়ঘড়িয়া বেকা রাস্তাপাড়া এলাকার বাসিন্দা।

ইউপি চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া জানান, শনিবার দিবাগত রাতের যেকোনো সময় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বারাদি গ্রাম সংলগ্ন ভারতের সীমান্তে অনুপ্রবেশ করলে ভারতের কৃষ্ণগঞ্জ থানাধীন গোবিন্দপুর বিএসএফের গুলিতে নিহত হন তারা। নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড (ইউপি) সদস্য আব্দুর রহমান জানান, শনিবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে বাড়াদি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে গরু আনতে যায়। সেখানে ভারতেরকৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাজেদুর ও মঈনউদ্দিন নিহত হন। তাদের মরদেহ এখন পর্যন্ত ভারতে আছে। মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।