বিনা অনুমতিতে হজ পালন থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নির্দেশ অমান্যকারীদের কঠোর শাস্তির বিধানও করেছে দেশটি।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ করলে পর্যটক ও স্থানীয় বাসিন্দারের উভয়কেই ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। এছাড়া প্রথমে ছয় মাসের কারাদণ্ড দেয়া হবে। কারাভোগের পর পর্যটকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। পরবর্তী ১০ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে।

মন্ত্রণালয় জানায়, এই আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। যেন তাদের আশপাশের সবাই চিনে রাখতে পারেন।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর জুনের ১৪ তারিখে হজ শুরু হতে পারে। করোনা বিধিনিষেধ না থাকায় গত বছরের মতো এবারও হজ পালনে মক্কা নগরীতে লাখ লাখ মানুষ সমবেত হওয়ার সম্ভবনা রয়েছে।