নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। রোববার রাতে দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৬ রানে তোলে বাংলাদেশের মেয়েরা।জবাবে ১০ বল হাতে রেখে ৩ উইকেটে ১২৯ রান করে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কার মেয়েরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যদিও এটাই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ সংগ্রহ। তবুও দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডে হার দিয়েই শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

খেলতে নেমে ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রান আউট হয়ে শূন্য রানে ফেরেন মুর্শিদা খাতুন। ২০ রান তুলে দলকে কিছুটা এগিয়ে দিয়ে ফেরেন শামীমা সুলতানাও। এরপর হাল ধরেন সোভানা মোস্তারি। নিজস্ব ২৯ আর দলীয় ৭১ রানের মাথায় ক্যাচ তুলে দেন তিনি। এছাড়া নিগার সুলতানা ২৮ রান করেন। ২০ ওভার খেলা শেষে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটের বিনিময়ে ১২৬ রান। জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য নির্ধারিত হয় ১২৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের মারুফা আক্তারের বোলিং তোপে পড়ে দলীয় ২৫ রানের মাথায় তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর শ্রীলঙ্কা দলের হাল ধরেন হার্শিথা সামারাবিক্রমা। আট চার আর এক ছয়ে অনবদ্য ৬৯ রানের ইনিংস খেলে অসম্ভব মনে হওয়া ম্যাচে দলকে জয়ের স্বাদ দেন এই খেলোয়াড়। তবে তার সাথে দারুণ জুটি বেঁধে খেলেছেন নীলাক্ষি ডিসিলভা। ৩৮ বলে ৪১ রান করে শক্ত খুঁটিরমত দাঁড়িয়েছিলেন শেষ পর্যন্ত। এই দুই খেলোয়াড়ের নৈপূন্যতায় ১০ বলহাতে রেখেই বাংলাদেশের মেয়েদের বিপক্ষে ৭ উইকেটে জয়তুলে নেয় শ্রীলঙ্কার মেয়েরা।