এবারও বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠানে কোন কোন শিল্পী গান গাইবেন এমন প্রশ্নে অনেকের নাম নিয়ে জল্পনা কল্পনা হলেও সবার চোখ এখন শাকিরার দিকে। কলম্বিয়ার এই গায়িকা ২০১৮ সালের বিশ্বকাপে যে পারফর্ম করেছিলেন তা এখনো ভুলেননি বিশ্ববাসী। বিভিন্ন বিখ্যাত শিল্পীদের সাথে শাকিরাও মঞ্চে উপস্থিত থাকবেন- এমন খবর এখন অনেকের জন্যই আনন্দের।

আর মাত্র দুই দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। স্বাগতিক দেশ কাতার এবং ইকুয়েডরের মধ্যে ম্যাচ দিয়েই শুরু হয়ে যাবে এক মাসের প্রতিযোগিতা। প্রতি চার বছর পরপর এ আয়োজন হওয়ায় বিশ্বের সকল ক্রিড়াপ্রেমী মানুষদের চোখ থাকে ফিফা বিশ্বকাপের দিকে।

উদ্বোধনী ম্যাচের আগে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের উদ্বোধনে মঞ্চ মাতাতে থাকছেন বিশ্বের বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং অনুষ্ঠান হবে আল বায়েত স্টেডিয়ামে। দোহার কেন্দ্র থেকে ৪০ কিলোমিটার দূরে আলখোরে সেই স্টেডিয়াম। ৬০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন একসঙ্গে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। কে কে অনুষ্ঠান অংশ নিবেন, কে কে মাতাবেন মঞ্চ- সে তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি ফিফার পক্ষ থেকে। তবে কিছু কিছু ইঙ্গিত মিলেছে বিভিন্ন পক্ষ থেকে।

দক্ষিণ কোরিয়ায় বিখ্যাত ব্যান্ড বিটিএস’র জানকুক পারফর্ম করবেন- এটা আগেই জানা হয়ে গিয়েছিল অনেকের। এছাড়া ব্ল্যাক আয়েড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের নোরা ফতেহির পারফর্ম করার কথা রয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে। ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা এবং গায়ক রড স্টুয়ার্ট থাকবেন এমনটি অনেকদিন ধরে শোনা গেলেও তা তারা দু’জনেই অস্বীকার করেছেন।

প্রসঙ্গত: ফিফার ফ্যান ফেস্টিভ্যাল হবে দোহার আল বিদ্দা পার্কে। সেখানে এক মাস ধরে পারফর্ম করবেন বিভিন্ন বিখ্যাত শিল্পীরা। বিনামূল্যে দর্শকদের এই অনুষ্ঠান দেখার সুযোগ রয়েছে।