আজ (২১ জুন) বিশ্বসংগীত দিবস। বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় দিনটি পালন করা হয়। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ প্রতিবারে দিবসটি পালন করে থাকে।
সংগীত দিবসের উদ্ভব হয় ফ্রান্সে। বহু বছর ধরে চলে আসা দেশটির ঐতিহ্যবাহী এ সংগীত উৎসব ১৯৮২ সালে এসে ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ তে রূপ নেয়। গান হতে হবে মুক্ত; সংশয়হীন- এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বে প্রায় সবদেশ যোগ দেয় এই আন্দোলনে। ১৯ বছরের পথ পরিক্রমায় আন্তর্জাতিক মাত্রা পায় এটি। আর বিশ্বের বিভিন্ন দেশে, স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় জুনের ২১ তারিখে পালন করা হয় ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’।
সেই লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় বিশ্ব সংগীত দিবস পালিত হবে। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পরে ২য় পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে অর্কেস্ট্রা ‘সানফ্লাওয়ার’। সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন টেপরী মাতারি। বিদেশী ভাষার একক সংগীত পরিবেশন করবেন নিতা খন্দকার ও নুসরাত জাহান কৃতি। থাকবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এছাড়া ২০ জন তারকাশিল্পী সমবেত সংগীত পরিবেশন করবেন। এরপর ঢাকা সাংস্কৃতিক দল বিদেশী গান পরিবেশন করবেন। সবশেষে সমবেত সংগীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু-কিশোর সংগীত দল।
আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকছে বলেও জানায় একাডেমি কর্তৃপক্ষ।