বিয়ের পর একসাথে শুটিংয়ে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। স্বামী-স্ত্রী দুজনকেই দেখা যায় একই রঙের পোশাকে। কালো শার্ট ও পাজামায় পরেন আলিয়া। অন্যদিকে কালো টিশার্ট ও টাউজার পরেন রণবীর। রণবীর ও আলিয়ার বিয়ের উৎসবের রেশ যেন এখনো কাটেনি। তার মধ্যেই নবদম্পতিকে একসাথে দেখে বেজায় খুশি অনুরাগীরা।
বিয়ের পর এই প্রথম একসঙ্গে শুটিংয়ে রণবীর এবং আলিয়া। স্বামী-স্ত্রী দুজনেই কালো টিশার্ট-পাজামায়। আরামের পোশাকে যেন দাম্পত্যের রংমিলন্তি! গাড়িতে ওঠার আগে পাপারাৎজির নজরে আসেন ‘রণলিয়া’। সকলের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়েন সদ্যবিবাহিত জুটি। বাতাসে চুম্বন উড়িয়ে গাড়িতে উঠে যান রণবীর। পেছন পেছন আলিয়াও হাত নেড়ে গাড়িতে। গন্তব্যের দিকে রওনা তার পরেই।
রণবীর আলিয়ার বিয়ের উৎসবের রেশ যেন এখনও কাটেনি এখনও। তার মধ্যেই নবদম্পতিকে একসঙ্গে দেখে বেজায় খুশি অনুরাগীরা। কেউ মনে করালেন বিয়ের অনুষ্ঠানে জুতো চুরির কথা। কারও আবার প্রশ্ন— ‘আলিয়া দইভাত খেতে ভালোবাসেন, সে কথা খেয়াল আছে তো রণবীরের?’ কেউ কেউ আবদার করেছেন, ‘ইশ, যদি ব্যবস্থা থাকত, গাড়িতে উঠে বিয়ের গল্প শোনা যেত!
দুজনই এখন সুখী সংসারি, তাদের মুখে চওড়া হাসিই তার প্রমাণ। বিয়ের পরে দু’জনেরই জেল্লা যেন বেড়েছে, যা দেখে আহ্লাদে আটখানা ভক্তরা। ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও ‘শমশেরা’, ‘অ্যানিমাল’ এবং আরও একটি নাম ঠিক না হওয়া ছবির কাজ রয়েছে রণবীরের হাতে। এ দিকে আলিয়ারও হাতে একগুচ্ছ কাজ। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র শুট সেরে তিনি উড়ে যাবেন হলিউডে নিজের প্রথম ছবির কাজে। তা ছাড়া ‘জি লে জরা’ আর ‘ডার্লিংস’-এও কাজ করবেন তিনি।