প্রায় ১৫ বছর পর দ্বিপক্ষীয় সম্প‌র্কের সামগ্রিক বিষ‌য়ে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বসেছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় ভবন পদ্মায় বৈঠকে বসেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা। পারস্পরিক বোঝাপড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের জন্য বৈঠকটি তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশের পক্ষে এ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এটি দুদেশের মধ্যেকার ষষ্ঠ এফওসি বৈঠক এটি।

এর আগে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার ঢাকায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আজ দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরের আগে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বর্তমান অন্তর্র্বতী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গতিশীল হচ্ছে।

রাষ্ট্রীয় অতিথি ভবনে চলমান এফওসি বৈঠকে আরও উপস্থিত আছেন, সফরত পাকিস্তানের দক্ষিণ এশিয়া ও সার্কের ডিরেক্টর জেনারেল ইলিয়াস মেহমুদ নিজামী, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আবু দাউদ মোহাম্মদ গোলাম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা নুর চৌধুরীসহ আরও কয়েকজন।