ভারতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার (২৩ মে) সকালে দেশটির মহারাষ্ট্র রাজ্যের নাগপুর-পুনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি ও ভিডিওতে যানবাহন দুটিকে দুমড়েমুচড়ে যেতে দেখা গেছে। ট্রাকটি একটি লজিস্টিক ফার্মের কাজে ব্যবহার করা হতো।

ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে সাহায্য করছেন। আহতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি।