ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় যাত্রীর মৃত্যু হয়েছে। তবে, এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন পাইলট। বৃহস্পতিবার (৮ মে) সকালে রাজ্যের উত্তরকাশীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এনডিটিভি বলছে, হেলিকপ্টারটিতে প্রায় ছয়জন ছিলেন, যার মধ্যে পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানা গেছে। যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল।
প্রতিবেদনে জানানো হয়, পুলিশ, সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং অ্যাম্বুলেন্স উত্তরকাশীর কাছে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
জানা গেছে, হেলিকপ্টারটি হেলি অ্যারোট্রান্স কোম্পানির। সকালে সহস্ত্রধারা হেলিপ্যাড থেকে হারসিলের উদ্দেশ্যে উড্ডয়ন করে। পাইলটসহ সাতজন আরোহী ছিল এটিতে। ঘটনাস্থলেই পাঁচজন এবং চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, যাত্রীদের মধ্যে চারজন মুম্বাইয়ের ও দুজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ (পাইলট)। ৫১ বছর বয়সী অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি আহত অবস্থায় চিকিৎসাধীন। হেলিকপ্টারটি চার ধাম যাত্রার গঙ্গোত্রী ধামে যাচ্ছিল।
এসডিআরএফের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি প্রায় ২০০-২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। উদ্ধারকারী দল সেখানে একটি বেজ স্থাপন করে খাদে নেমে উদ্ধার অভিযান শুরু করে। পাইলট ছিলেন ক্যাপ্টেন রবিন সিং।