টানা ভারি বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। এ দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার পর্যন্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। শুক্রবার (২১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এই ভয়াবহ বন্যায় ৫২ হাজারের বেশি বাড়ি পানিতে তলিয়ে গেছে এবং প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গত তিন দিনে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ দেড় মিটার ছাড়িয়ে গেছে, যা কিছু জায়গায় ১৯৯৩ সালের ভয়াবহ বন্যার ৫.২ মিটার রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে উপকূলীয় শহর হোই আন ও না চাংও রয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা ঘরবাড়ির ছাদে মানুষ আটকে আছে, আর বাড়ির ভেতর দিয়ে ক্রমেই পানি ঢুকে যাচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লাম ডং প্রদেশের একটি ঝুলন্ত সেতু নোঙর ছিঁড়ে ভেসে যেতে দেখা যায়। প্রদেশটিতে ভূমিধসের কারণে প্রধান সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

না চাংয়ের এক রেস্তোরাঁ মালিক এএফপিকে জানান, তার দোকানপাট প্রায় এক মিটার পানির নিচে এবং বৃষ্টি না থামায় শিগগিরই পানি নেমে যাওয়ার সম্ভাবনা নেই।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার পর্যন্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।