মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘ হলে দেশের অর্থনীতিসহ জ্বালানি তেল, গ্যাস ও সারের দামের ওপর প্রভাব পড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের বিষয়টি মাথায় রেখে সরকার সব ধরণের প্রস্তুতি নিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৪ এর সদস্য শামিল উদ্দিন শিমুলের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংসদ নেতা বলেন, মানুষের কল্যাণের কথা বিবেচনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছে সরকার।

দেশে গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখার ব্যবস্থা করা হচ্ছে। খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণে রাখতেও  বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার বলে, জানান তিনি। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সড়কে যানজট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি বন্ধ ও দখলে রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।