ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহের উন্নয়নে ১০৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। আজ (শনিবার) বেলা ৩টায় জনসভায় যোগ দেন আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে ময়মনসিং শহর ও আশাপাশের সব জেলা থেকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে ভরে গেছে জনসভার মাঠ।
সকাল থেকেই মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে আসতে থাকে তারা। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জনসভা মাঠে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বিভাগীয় এই শহরের সার্কিট হাউজ মাঠে প্রায় পাঁচ বছর পর আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ময়মনসিংহকে বিভাগ করাসহ এই অঞ্চলের নানা উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের সময় গত ১৪ বছরে। তাই শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এই অঞ্চলের মানুষ। জনসভায় কেবল ময়মনসিংহ নয়, আশপাশে জেলাগুলো থেকেও এসেছে মানুষ। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করার প্রত্যয় জানান তারা।