মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামী আগামী ২৬ মার্চ ২০২২ (শনিবার) কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে (760 NW 107th Avenue, Suite-320, Miami, FL-33172) একটি বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফ্লোরিডা ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নির্ধারিত অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।