মান্যবর রাষ্ট্রদূতের বাণী

     আমি জেনে আনন্দিত হয়েছি যে, ফ্লোরিডায় বাংলা ভাষার প্রথম টেলিভিশন চ্যানেল এফবি টিভি সাফল্যের সঙ্গে দুই বছর অতিক্রম করেছে। ‘‘প্রবাসে আপনার পাশে’’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করার পর মাত্র দুই বছরেই টেলিভিশন চ্যানেলটি দর্শকের বিপুল ভালোবাসা ও সমর্থন পেয়েছে।

জেনে আরও খুশি হলাম, একই অনুষ্ঠানে একটি অনলাইন নিউজ পোর্টাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু যার শ্লোগান ঠিক করা হয়েছে ‘‘সচল সংবাদ সবসময়’’। ঐ অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই খ্যাতিমান সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানকে আজীবন সম্মাননা দেয়ার পাশাপাশি নিউইয়র্ক ও ফ্লোরিডার আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।

এফবি টিভি এবং নতুন যাত্রা শুরু করা অনলাইন পোর্টালে বাংলাদেশের ইতিবাচক ও গঠনমূলক সংবাদ প্রকাশিত হবে এমনটাই আশা করছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতিফলন তুলে ধরে বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন বলে আশা করি। একই সাথে আমাদের প্রত্যাশা হচ্ছে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের অন্যতম মুখপাত্র হিসেবে কাজ করবে এই গণমাধ্যম দুটো। প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও আশা আকাঙ্খার কথা তুলে ধরবেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে ভবিষ্যত প্রজন্মের মধ্যে দেশের প্রতি ভালবাসা ও দায়িত্ববোধ তৈরিতে আপনারা ভূমিকা রেখে যাবেন; এমনটাই আমার প্রত্যাশা।

আমি এই আয়োজনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

 

 

(এম শহীদুল ইসলাম)