মান-অভিমান ভুলে অপশক্তির বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের এক হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (৩১ শে জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, সরকারের অর্জন ধ্বংস করতে বিএনপি-জামায়াত আবারো অগ্নিসন্ত্রাস, নারকীয় তান্ডব চালিয়েছে।

তিনি বলেন, অপশক্তির বিরুদ্ধে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। এজন্য দলের ভেতর মান-অভিমান ভুলে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।