বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফ মায়ামীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ই মার্চ) কনস্যুলেট প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

দিবসটি উপলক্ষে শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কনস্যুল জেনারেল ইকবাল আহমেদ সভাপতিত্ব ও ভাইস কনস্যুল সামাঊন খালিদ উপস্থাপনা করেন। এসময় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সামাঊন খালিদ ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মো: শাহনেওয়াজ। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় উন্মুক্ত আলোচনায় অংশ নেন ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রোকৌশলী আরশাদ আলী , সাংগঠনিক সম্পাদক লিটন মজুমদার, প্রচার সম্পাদক মিল্টন মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিটিভির সিইও টিটন মালিক, এফবিটিভির ডিরেক্টর ও সত্বাধীকারী আওলাদ হাওলাদার, প্রকৌশলী মাহফুজ দিপু, মো: শামসেদ, সুবীর আহমেদসহ অনেকেই।

পরে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপের নিনাদ বিল্লাহ এবং সিনিয়র গ্রুপে ইশমাম আহমেদ প্রথম হন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কনস্যুল জেনারেল ইকবাল আহমেদ। বিজয়ীদের ছাড়াও উপস্থিত শিশুদের সান্তনা পুরস্কার দেওয়া হয়।