মালদ্বীপে টেবিল টেনিসে স্বর্ণ পেলো বাংলাদেশ জুনিয়র টেবিল টেনিস দল। মঙ্গলবার মালেতে অনুষ্ঠিত স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশ জুনিয়র বালক দল শ্রীলংকাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে। এর আগে লিগ পর্যায়ের খেলায় বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তান, মালদ্বীপ ও নেপালকে। মালদ্বীপ থেকে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর জানিয়েছেন স্বর্ণের লড়াই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ৩-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ইভেন্টে সোনা জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

টেবিল টেনিসের এই বাংলাদেশ দলে খেলেছেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ ও নাফিস ইকবাল। এর আগে আন্তর্জাতিক পর্যায়ে টেবিল টেনিসে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল রুপা জয়। সেটাও দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে সোনাম সুলতানা ও মৌমিতা আলম জুটি বালিকা দ্বৈতে রুপা জিতেছিলেন। এর প্রায় ১৯ বছর পর আরেকটি সাফল্য ধরা দিল বাংলাদেশের খেলোয়াড়দের।