মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় পরিচালিত ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে ১৭১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে অংশ নেন ১৬০ জন ইমিগ্রেশন কর্মকর্তা।

দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামা ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওসমানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এ অভিযানে মোট ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫৪ জন ছিলেন স্থানীয় নাগরিক। এ সময় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানও তল্লাশি করা হয়।

আটককৃতরা ভারত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে আগত এবং তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আটক হওয়ার কারণগুলোর মধ্যে ছিল বৈধ পরিচয়পত্র না থাকা, ওভারস্টে করা এবং ভিসার শর্ত ভঙ্গ। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি আছেন তা নিশ্চিত করেননি দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে কুয়ালামপুর থেকে বিমানে করে সারাওয়াকের কুচিংয়ে আসেন তারা। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে তাদের বৈধভাবে প্রবেশের কোনো রেকর্ড নেই।

পরবর্তীতে আরও যাচাই বাছাই করে দেখা যায়, তাদের পাসপোর্টে ইমিগ্রেশন বিভাগের নকল স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। এরমাধ্যমে মূলত ইমিগ্রেশন কর্মকর্তাদের বোকা বানাতে চেয়েছিল তারা।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে- আটক বাংলাদেশিরা দালালদের প্রতারণার শিকার হয়েছেন। সারাওয়াকে নেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে দালালরা ১৮ হাজার থেকে ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত করে নিয়েছে।