উত্তর আমেকিার দেশ মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত হয়েছেন। মূলত মুখোশধারী একদল লোক দেশটির মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের প্রধান একটি বাজারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (১১ই জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, টোলুকার এই বাজারটি সমগ্র মেক্সিকোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার। প্রতিদিন এই বাজারটিতে প্রায় ২৬ হাজার ক্রেতা আসেন। ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে।
একটি বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্তে তদন্ত চলছে। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
মেক্সিকো সিটি থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) পশ্চিমে অবস্থিত টোলুকা। এটি এক মিলিয়ন বাসিন্দার শহর। এটিকে রাজধানীর মেট্রোপলিটন এলাকার অংশ হিসেবে বিবেচনা করা হয়।
রাষ্ট্রীয় প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে যে, ঘটনাটি বাজারে বাণিজ্যিক স্থানের দখল নিয়ে অভ্যন্তরীণ বিরোধের সঙ্গে সম্পর্কিত হতে পারে।