দেশের প্রথম মেট্রো রেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর পৌনে ১২টায় উত্তরায় মেট্রো রেলের জন্য নির্মিত ডিপো থেকে পল্লবী পর্যন্ত ভায়াডাক্টের ওপর মেট্রো রেল চলাচলের পরীক্ষণের শুরু হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবুজ পতাকা নাড়িয়ে এই পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রো রেলের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ঢাকার বুকে মেট্রো রেল দেখে মুগ্ধ নগরবাসী। বাদ যাননি ক্রিকেটাররাও।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল একটি ছবি শেয়ার করে সেখানে ক্যাপশন দিয়েছেন, ‘এমন অগ্রগতি দেখে সবসময়ই আশ্চর্য লাগে। অভিনন্দন ঢাকা, অভিনন্দন বাংলাদেশ। ঢাকা মেট্রো রেল।’

আরেক ক্রিকেটার সৌম্য সরকার লিখেছেন, ‘দেশের জন্য গর্বের মুহূর্ত। জাতির স্বপ্ন বাস্তবায়নে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের ধন্যবাদ। ঢাকা মেট্রো রেল।’