ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। হেরে গেছে আর্সেনাল ও ম্যানসিটি। অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসলের কাছে ১-০ গোলে গানাররা, আর বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে হার সিটিজেনরা।
অ্যানফিল্ড স্টেডিয়ামে স্বাগতিকরা ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। ঘরের মাঠে অধিপত্যই দেখিয়েছে অল রেড্সরা। প্রথমার্ধের ২০ মিনিটে ডারউইন নুনেজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলের ব্যবধান বাড়ায় মোহাম্মদ সালাহ গোল করে।
এদিকে, অনেক চেষ্ঠার পরেও লিভারপুলের জালে অ্যাস্টন ভিলা বল জড়াতে ব্যর্থ থাকলে দলটির বিপক্ষে ২-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লিভারপুল।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ৫ পয়েন্টের লিড নিয়ে শীর্ষ স্থান দখলে নিয়েছে লিভারপুল।
আরেক খেলায় ইংল্যান্ডের আমেরিকা এক্সপ্রেস স্টেডিয়ামে স্বাগতিক ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট তালিকায় পিছিয়ে পরেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। খেলার প্রথমার্ধে আর্লিং হাল্যান্ডের গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারে সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে ব্রাইটনের পক্ষে ১টি করে গোল করেছেন ওয়াও পেড্রি ও ম্যাট’ও রাইলি।