অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূরণ করলো বাংলাদেশের মেয়েরা। নিজেদের গ্রুপের প্রতিটি দলের বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে গেল বাংলাদেশের মেয়েরা।
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের মেয়েরা। জবাবে ১৭.৩ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
যদিও রান তাড়ায় শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। চতুর্থ ওভারে হারায় ওপেনার সুমাইয়া আক্তারকে (১০)। পঞ্চম ওভারে বিদায় নেন প্রত্যাশাও (৭)। বড় জুটি গড়তে পারছিলেন না কেউ। তবে ছোট লক্ষ্য হওয়াতে খুব বেশি সমস্যা হয়নি। রাবেয়া-স্বর্ণাদের ছোট ছোট সংগ্রহ বাংলাদেশকে পৌঁছে দেয় জয়ের বন্দরে। ১৪ বলে ২২ রান করেন স্বর্ণা। ২৪ বলে ১৮ রান করেন রাবেয়া আক্তার।
এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে যুক্তরাষ্ট্রকে অল্প রানেই আটকে দেয় বাংলাদেশ। বোলিংয়ে নেমে চতুর্থ ওভারে লাসিয়া মুল্লাপুদিকে (৫) সাজঘরে ফেরান দিশা বিশ্বাস। এরপর ৫৭ রানের জুটি গড়েন দিশা ধিংগ্রা ও স্নিগ্ধা পল। বড় জুটি গড়লেও দুজনই রান তুলেছেন ধীরগতিতে। ৩৯ বলে ২০ রান করে রানআউট হন ধ্রিংলা। স্নিগ্ধা আউট হন ৩৭ বলে ২৬ রান করে।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিশা। একটি নেন মারুফা আক্তার। বাকিটি হয় রানআউট।