নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার (২ মে) উদযাপিত হলো মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। নিউইয়র্কের বিভিন্ন মসজিদ ও কমিউনিটি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবার বেশিরভাগ জামাত হয়েছে মসজিদে। প্রতিটি ঈদের জামাতে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মত। ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউইয়র্কে প্রতিবছর সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে টমাস এডিসন স্কুল মাঠে। এখানে প্রায় ১০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করে থাকেন। কিন্তু এবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় এবং বৃষ্টির কারণে জ্যামাইকা মুসলিম সেন্টারের আল-মামুর মসজিদে সকাল ৮টা, ৯টা, ১০টা ও বেলা ১২টায় চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে বিপুল মুসল্লি অংশ নেন।

নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস জামে মসজিদ, ওজন পার্কে মসজিদ আল আমান, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, আরাফা ইসলামিক সেন্টার, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ এবং এলমহার্স্টের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, পার্শ্ববর্তী মেরিল্যান্ড ও ভার্জিনিয়া রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সোমবার ভোর হতেই বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম সম্প্রদায় সপরিবারে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে সবাই আনন্দ আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

যুক্তরাষ্ট্রের প্রবাসীদের ঘরে ঘরে চলছে ঈদের আনন্দ ও কুশল বিনিময়। নানা রঙের নতুন নতুন কাপড় পরে পবিত্র নামাজ শেষে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের বাসায় বাসায় হাজির হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। ছোট ছোট ছেলে মেয়েরা ঈদের সালামি আদায়ে ছিল দিনভর ব্যস্ত।

নিউইয়র্ক, ওয়াশিংটন, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড ছাড়াও প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, মিশিগান ও ক্যালিফোর্নিয়া রাজ্যেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।