রাজনৈতিক সহিংসতা শান্তিপূর্ণ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল, ভোটার, যুব সমাজ এবং পুলিশ প্রশাসনসহ সকলের দায়িত্ব ও প্রতিশ্রুতি থাকা প্রয়োজন বলে মনে করে আমেরিকা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নে স্থানীয় সময় সোমবার এসব কথা বলেন।
ম্যাথিউ মিলার বলেন, ‘সপ্তাহান্তের রাজনৈতিক প্রতিবাদকে ঘিরে বাংলাদেশে ভীতি প্রদর্শন এবং সহিংসতার প্রতিবেদন নিয়ে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলো পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং অপরাধীদেরকে জবাবদিহিতার আওতায় উৎসাহিত করি আমরা।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার এবং তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জানাই। আমরা সব পক্ষকে মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি এবং ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাই।’
মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমি পরিশেষে বলব, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবার প্রতিশ্রুতির উপর নির্ভর করে – ভোটার, রাজনৈতিক দল, যুব শাখা এবং পুলিশ। এটি রাজনৈতিক সহিংসতার পরিবেশে হতে পারে না।’