পাঁচ দশকেরও বেশি সময় ধরে শাসন করার পর ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গ্রেথ সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন। হুট করেই পদত্যাগের কথা জানালেন তিনি। নতুন বছর শুরু হওয়ার আগে ডেনিস টিভিতে দেয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।
জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের ১৪ই জানুয়ারি তিনি ক্ষমতা ছাড়বেন। ৮৩ বছর বয়সী মার্গ্রেথ তার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের কাছে সিংহাসন হস্তান্তর করবেন।
গত বছরের ফেব্রুয়ারিতে কোমরের অস্ত্রোপচার করান তিনি। এ কারণেই তার সিংহাসন ছাড়া বলে ভাষণে জানিয়েছেন রানি। আরও বলেন, অস্ত্রোপচারের পরেই স্বাভাবিকভাবে ভবিষ্যৎ নিয়ে ভাবনা আসে, এখনই সঠিক সময় কিনা পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেয়ার। পরে সিদ্ধান্ত নিয়েছি, এটাই সঠিক সময়। আমার প্রিয় বাবার স্থলাভিষিক্তক হওয়ার ৫২ বছর পর আমি ডেনমার্কের রানির সিংহাসন ছাড়তে যাচ্ছি।
ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে বেশিদিন রানীর দায়িত্বে ছিলেন দ্বিতীয় মার্গ্রেথ। বাবা কিং ফ্রেডেরিক নবম মারা যাওয়ার পর ১৯৭২ সালের ১৪ই জানুয়ারি তিনি রানীর মুকুট পরেছিলেন। এরপর থেকে তিনিই সামলে আসছিলেন রাজপরিবারের দায়িত্ব। গত বছর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ইউরোপে সবচেয়ে দীর্ঘসময় ধরে সিংহাসনে থাকা রানির তকমা পান তিনি।
এতো বছর ধরে রাজপরিবারকে সমর্থনের জন্য ডেনিশ জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন রানী দ্বিতীয় মার্গ্রেথ।