রাশিয়া ও কাজাখস্তানের সীমান্তের কাছে অবস্থিত ওরেনবার্গ অঞ্চলের একটি বাঁধ ভেঙে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দুইদেশ। দেশ দুটির প্রধান নদীগুলোর পানি বাড়তে থাকায় ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

ওরেনবার্গ শহরের বাসিন্দারা জানিয়েছেন, ইউরাল নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে এবং অনেক দূর পর্যন্ত বাঁধে ভাঙন ধরেছে। তারা কেবল তাদের বাচ্চা, পোষা প্রাণী এবং কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনকে ওরেনবার্গের গভর্নর ডেনিস পাসলার জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। পানির আরও বাড়ার আশংকা রয়েছে। প্রায় ১১ হাজার ৯৭২টি বাড়ি প্লাবিত হয়েছে এবং পানি আরও বাড়লে আরও ১৯ হাজারেরও বেশি মানুষ বিপদে পড়বে।

বন্যাটি রাশিয়ার ইউরাল এবং উত্তর কাজাখস্তানকে সবচেয়ে খারাপভাবে আঘাত করেছে। এছাড়া পশ্চিম সাইবেরিয়ার দক্ষিণ অংশে বিশ্বের বৃহত্তম হাইড্রোকার্বন অববাহিকা এবং ইউরোপের বৃহত্তম নদী ভলগার কাছে কিছু জায়গায় পানির স্তর বাড়ছে৷