স্যোশাল মিডিয়া হ্যাকিং বর্তমানে প্রায়শই দেখা যায়। বিশেষ করে তারকাদের এই প্রোফাইল হ্যাকিং-এর শিকার হতে হয়। এবার হ্যাক হলো অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফেসবুক আইডি। সোমবার অভিনেত্রীর প্রোফাইল থেকে একটি সম্প্রদায়ের ধর্মীয় নানা রিলস্ শেয়ার করা হয়। অভিনেত্রী বুঝতে পারার পর ইনস্ট্রাগ্রামে একটি পোস্ট করেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এসব তথ্য জানিয়েছে।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন, ‘আমার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আপনাদের কাছে কোনো ধরনের মেসেজ গেলে কোনো উত্তর দেবেন না, যতক্ষণ না আগামী কোনো নোটিশ দিচ্ছি।’

রুক্মিণীর ফেসবুকে প্রায় ২০ লাখ ফলোয়ার রয়েছেন। অভিনেত্রী তার ফেসবুক মূলত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ ও ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে ব্যবহার করতেন। অভিনেত্রী শেষ পোস্ট করেন প্রায় মাস খানেক আগে। এর আগে বেশ কয়েকদিন আগে হ্যাক হয় দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল।