বিচ্ছিন্ন নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। প্রায় দেড় মাস ধরে চলা সাত দফা ভোটের ফল ঘোষণা হবে আগামী চৌঠা জুন। এরই মধ্যে শুরু হয়ে গেছে বুথ ফেরত জরিপ।

সর্বভারতীয় গণমাধ্যমগুলোর পাশাপাশি অনেক বেসরকারি সংস্থাও জরিপ চালিয়ে থাকে। যেটা থেকে একটা পূর্বাভাস পাওয়া যায় যে, চলমান নির্বাচনে কোন দল কতটি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

গত ১৯ এপ্রিল শুরু হওয়া নির্বাচনের আগে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ চারশ’ আসনে জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।

প্রাথমিকভাবে বিশ্লেষকরা মনে করছেন, মোদি শেষ পর্যন্ত টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে সক্ষম হলেও তাঁর দল ও জোট এবার অনেক কম আসন পাবে।

অন্যদিকে, ক্ষমতাসীন এনডিএ জোটকে পরাজিত করার স্বপ্ন দেখতে শুরু করেছে বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। ভোট গণনার কৌশল নিয়ে আলোচনা করতে বৈঠকেও বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা।