শেষ হতে যাচ্ছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে অভিষেকের ৭০ বছর পূর্তি উদ্যাপন। সমাপনী দিনেও বর্ণিল সাজে সেজেছে যুক্তরাজ্য। নানা আয়োজনে মুখোরিত হয়ে আছে সেখানকার পরিবেশ। শেষ দিনের সূচনা পর্বে ছিল সামরিক কুচকাওয়াজ। এতে অংশ নেয় যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী এবং কমনওয়েলথের কর্মীরা। ভোজসভার পাশাপাশি আয়োজন করা হয়েছে বর্ণিল শোভাযাত্রার। শারীরিক অসুস্থতার কারণে গত দুই দিনের অনুষ্ঠানে রানী অংশ না নিলেও শেষ দিনে তাকে দেখা গেছে বাকিংহাম প্যালেসের বারান্দায়।

যুক্তরাজ্যের রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন রোববার শেষ হতে যাচ্ছে। রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে জমকালো আয়োজনের সমাপনী দিনে বাকিংহাম প্যালেসে সামনে ভীড় করেছে লাখো মানুষ। ধারণা করা হচ্ছে প্রায় এক কোটি মানুষের সমাগম হবে। সড়কে সড়কে হয়েছে পার্টির আয়োজন।

শেষ দিনের এই আয়োজনে লন্ডন মল থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পথ জুড়ে শুরু হয়েছে কার্নিভাল শোভাযাত্রার। যেখানে নানা রঙে ও ঢঙে তুলে ধরা হয়েছে ব্রিটেনের সংস্কৃতি ও ইতিহাস। এছাড়া প্রর্দশিত হয়েছে ২৬০ বছরের ঐতিহ্যবাহী ‘গোল্ড স্টেট কোচ’ নামের গাড়ী। যে গাড়ী রানীর রাজ্যভিষেক হয়েছিল।

ওভাল ক্রিকেট মাঠে আয়োজন হয়েছে রাজকীয় ভোজসভার। যেখানে ৮৫ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছ। এই অনুষ্ঠানকে মহিমান্বিত করতে এতে যোগ দেন প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়ামসহ রাজ পরিবারের সদস্যরা। এছাড়া আরও দুইশ জন বিশিষ্ট অতিথি সেখানে আমন্ত্রিত।

এদিকে, শারীরিক অসুস্থতার কারণে গত দুই দিনের অনুষ্ঠানে অংশ নেন নি রানী। শেষ দিনের আয়োজনে কিছুক্ষণের জন্য তাকে বাকিংহাম প্যালেসের বারান্দায় দেখা যায়। এসময় তিনি বলেছেন, যুক্তরাজ্য জুড়ে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনে “নম্র এবং গভীরভাবে স্পর্শ করেছেন” তিনি।

সমাপনী প্রতিযোগিতার পরে একটি “ধন্যবাদ” চিঠিতে তিনি বলেছিলেন যে তিনি তার পরিবারের সমর্থনে রাজা হিসাবে কাজ করতে প্রতিশ্র“তিবদ্ধ ছিলেন। রানী তার ৭০ বছরের রাজত্ব উপলক্ষে প্রতিটি অনুষ্ঠানে না থাকা সত্ত্বেও বলেছিলেন, “আমার হৃদয় আপনাদের সবার সাথে আছে”।