বোতলজাত সয়াবিনের দাম কেজিতে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ১৭৩ টাকা ছিল। পহেলা মার্চ থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। এসময় তিনি জানান খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ‘এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ভোজ্যতেলের শুল্ক লিটারে ৫ টাকা কমালেও মিলমালিক ও তেল পরিশোধনাকারীরা রমজানের আগে দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দিয়েছেন। নতুন দর ১ মার্চ থেকে কার্যকর হবে।’
বর্তামনে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ১৭৩ টাকায়। দাম কমার পর ১ মার্চ থেকে তা বিক্রি হবে ১৬৩ টাকায়। আর দাম কমার পর খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়।
তবে পাম তেলের দাম আপাতত কমানো হচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী।
সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এসব কথা বলেন।