ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চল। এখন পর্যন্ত ৬২ জনের প্রাণহানির খবর মিলেছে। তলিয়ে গেছে বহু-ঘরবাড়ি, রাস্তা-ঘাট, ফসলি জমি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১ লাখের বেশি পরিবার।
বন্যার কারণে নিখোঁজ রয়েছে আরও অনেকে। তাদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। উদ্ধার অভিযানে সহায়তার জন্য এক হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে।
ভ্যালেন্সিয়া অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্যার কারণে ভ্যালেন্সিয়ায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ায় বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার ভ্যালেন্সিয়ার চিভা শহরে মাত্র আট ঘণ্টায় ৪৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এক বছরের বৃষ্টিপাতের সমান।
স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এক এক্স বার্তায়, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী প্রেদো সানচেজ স্প্যানিশ নাগরিকদের সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেছেন, ভ্যালেন্সিয়া, আন্দালুসিয়া এবং কাতালোনিয়ার অঞ্চলের বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করা উচিত। গাড়ি চালানো বা সেতুর কাছাকাছি না যাওয়ার চেষ্টা করুন। এছাড়াও, স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলস সাংবাদিকদের বলেছেন, পুরো অঞ্চল জুড়ে বন্যা একটি নজিরবিহীন ঘটনা।