স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়ায় টিয়েটার নাইটক্লাবে আগুন লাগার ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক জন। আজ রবিবার স্থানীয় সময় ভোর ৬টায় আটালায়াস এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
উদ্ধারকর্মীরা জানায়, খবর পেয়ে জরুরি পরিষেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। জরুরী পরিষেবাগুলি নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় উদ্ধারকর্মীরা। ধোঁয়ার কারণে শ্বাস কষ্ট হওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা এক এক্সবার্তায় লেখেন, আটালায়াস নাইটক্লাবে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। আমরা খুবই শোকাহত।
এর পর আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ পর্যন্ত মোট নিহত ১১ জন।
ঠিক কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আগুন লাগার সময় নাইটক্লাবের ভেতরে অনেক মানুষ ছিলেন।