বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে ভার্চুয়াল সভার আয়োজন করেছে দলটির ফ্লোরিডা স্টেট শাখা।

আগামী ১৮ সেপ্টেম্বর শনিবার জুম মিটিং এ আয়োজিত ওই আলোচনায় বাংলাদেশ থেকে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সময় দুপুর ১২টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।

আলোচনায় বিশেষ অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী,

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালাম এবং

উত্তর ও দক্ষিণ আমেরিকা বিএনপির সাংগাঠনিক সম্পাদক এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ফ্লোরিডা স্টেট বিএনপির আহ্বায়ক ইমরানুল হক চাকলাদার এবং সঞ্চালনা করবেন ফ্লোরিডা স্টেট বিএনপির সদস্য সচিব ইলিয়াস খাঁন।

আলোচনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট বিএনপির সভাপতি, সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আলোচনায় যোগ দিতে জুম আইডিতে সংযুক্ত হওয়ার জন্য ফ্লোরিডা স্টেট বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।