গত ২৮শে অক্টোবর বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেইসাথে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার পাশাপাশি সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছে দেশটি।

স্থানীয় সময় সোমবার (৩০শে অক্টোবর) দেশটির নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ২৮শে অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার বিষয়ে ম্যাথিউকে প্রশ্ন করা হলে তিনি আরও জানান, সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা গ্রহণযোগ্র্য নয়। এছাড়া সহিংসতার মধ্যে পুলিশ ও রাজনৈতিক কর্মী হত্যা এবং বাস ও হাসপাতালে আগুন দেওয়াকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছেন ম্যাথিউ।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সবার। আর এরজন্য ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ এবং গণমাধ্যমসহ সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তিনি। সেইসাথে বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন ও এগিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজনে ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন মার্কিন মুখপাত্র।